ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৬৯৫

চার ব্যাংকের লিখিত পরীক্ষা ২১ জুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫১ ১২ জুন ২০১৯  

রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংকের (সোনালী, বিডিবিএল, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ব্যাংক) লিখিত পরীক্ষা ২১ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

এই পরীক্ষায় ১০ হাজার ৫৯৪ প্রার্থী অংশ নেবেন। যাঁরা এ পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের রোল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত ২৪ মে এই চার ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে পাস করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। উত্তীর্ণ প্রার্থীদের ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ২১ জুন শুক্রবার বেলা ৩ টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক রাজধানীতে ৫টি কেন্দ্র ঠিক করে দিয়েছে। প্রার্থীরা তাঁদের রোল অনুসারে এসব কেন্দ্রে পরীক্ষা দেবেন। কেন্দ্রের নাম ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।