ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৫৪৬

চালু হচ্ছে আরো ১৯ জোড়া ট্রেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ৬ জুন ২০২১  

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৯ জুন থেকে বাংলাদেশ রেলওয়ে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে। রোববার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ট্র্যাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

 

এ ব্যাপারে  রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার জানান, আমরা ধীরে ধীরে ট্রেন চালু করছি।  বর্তমানে  ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। আগামী বুধবার (৯ জুন) থেকে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হবে। একই সঙ্গে আরও ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন পরিচালনা করা হবে।

 

৯ জুন থেকে যেসব আন্তঃনগর ট্রেন চলবে

ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি রুটের অগ্নিবীণা এক্সপ্রেস, ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে সীমান্ত এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড়-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস এবং  ঢাকা-পঞ্চগড় রুটে পঞ্চগড় এক্সপ্রেস।