ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৯৫

চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৮ ১৪ সেপ্টেম্বর ২০২০  

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১,৮১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হলেন মোট ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন।
 

এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মৃতদের ২২ জন পুরুষ এবং ৪ জন নারী। এতে অদ্যাবধি ৪,৭৫৯ জন মারা গেলেন। এ নিয়ে মৃত্যু সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ।

 

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

 

চীনে সর্বপ্রথম কোভিড-১৯ শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটে সেদেশের উহান শহরে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যান বলছে, চীনে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪,৭৪১ জনের মৃত্যু হয়েছে। রোববার পর্যন্ত বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ছিল ৪,৭৩৩ জন। এদিন চীনকে টপকে গেল এ দেশ।

 

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৫১২ জন। তাতে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

 

একদিনে ১৪,২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। টেস্টের অনুপাতে করোনা রোগী শনাক্তের হার ১২.৭৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।

 

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ২ কোটি ৯০ লাখ ৮ হাজার ৪৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর সারাবিশ্বে মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ১২৭ জনের।

 

মারণ এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে এর পরে রয়েছে ভারত। যদিও মৃত্যুর দিক থেকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

 

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশ রয়েছে ১৫ নম্বরে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর