ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৬০

চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৯ ২৭ আগস্ট ২০২০  

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, চীনের কোম্পানি সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের (পরীক্ষা) অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার  সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

 স্বাস্থ্যমন্ত্রী  বলেন,  ভ্যাকসিন নিয়ে চায়নার সঙ্গে আলোচনা করেছি। আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করছি।  আলোচনার পর সিদ্ধান্ত হয় তাদের সিনোভ্যাক কোম্পানি বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। বাংলাদেশে তারা কিছু পরীক্ষাও করতে চায়, ট্রায়াল করতে চায়। সে বিষয়ে আমরা  বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। ভ্যাকসিনের  বিষয়টি আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’

 জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী চিন্তা-ভাবনা করে আমাদের  নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে—আমরা চাই দেশে ভ্যাকসিন আসুক, তাহলে  ট্রায়াল লাগবে। সেটা ডাক্টার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মীদের উপর আগে (ট্রায়াল) করা হবে।’

মন্ত্রী আরো বলেন. আমরা সিদ্ধান্ত নিয়েছি চীনকে ট্রায়াল করতে দেব। যারা স্বেচ্ছায় আসবে তাদের উপরই শুধু ট্রায়াল হবে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত এবং সিনোভ্যাক কোম্পানিকেও আমরা এই কথা জানিয়ে দিয়েছি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর