ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৫৩৪

চোখের জন্য বিপজ্জনক নাইট মোড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩১ ২১ ডিসেম্বর ২০১৯  

স্মার্টফোনের নাইট মোড চোখের জন্য বেশ উপকারী বলে মনে করেন অনেক গ্রাহক। এ রকম যারা মনে করেন, তাদের নতুন করে ভাবার সময় হয়েছে। কারণ, গবেষকরা বলছেন উল্টো কথা।

সম্প্রতি ডিভাইসের নাইট মোড নিয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের একদল গবেষক। ওই গবেষণায় তারা দেখেছেন, প্রচলিত মোডের তুলনায় নাইট মোড চোখের জন্য আরও বেশি ক্ষতিকর।

ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘গেজেটস নাউ’ এক প্রতিবেদনে জানায়, নাইট মোড নিয়ে গবেষণা করেছে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষকরা। ওই গবেষণায় নাইট মোডকে ক্ষতিকর হিসেবে উল্লেখ করা হয়েছে।

গবেষকরা বলছেন, সন্ধ্যায় হালকা, মৃদু আলো ও দিনে উজ্জ্বল আলো মানব স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে। নাইট মোড চালু হওয়ার পর স্ক্রিন থেকে হলুদাভ একটি আভা বের হয়। এটি শরীরের নেতিবাচক প্রভাব ফেলে।

ইঁদুরের ওপর এই গবেষণাটি পরিচালনা করা হয়। এতে দেখা যায়, ইঁদুরের ঘুমকে ক্ষতিগ্রস্ত করেছে নাইট মোড। এরই পরিপ্রেক্ষিতে গবেষকরা বলেন, আমরা মনে করি, এটি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য।