ঢাকা, ২৯ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৩৬

জাপান সফরে ৭ চুক্তি করবেন প্রধান উপদেষ্টা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৭ ২৬ মে ২০২৫  

আগামী ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

 

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। সোমবার (২৬ মে ) প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

 

তিনি বলেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

 

এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, ভারতের পুশইন বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে, তবে এ বিষয়ে নিয়মিত জোর প্রতিবাদ জানাচ্ছে অন্তর্বর্তী সরকার।