ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৯১

জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের কভিড টিকাদান শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৩ ১১ অক্টোবর ২০২২  

দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কভিড-১৯ টিকাদানে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।  মঙ্গলবার থেকে তিন সপ্তাহের এই কর্মসূচিতে প্রায় এক কোটি শিশু টিকার আওতায় আসবে।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল নয়টায় কভিড-১৯ টিকাদান শুরু হয়েছে। 

 

গত ১১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেরে বাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়। এরপর থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছিল।


এ কার্যক্রমে শিশুদের দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা। প্রথম ডোজের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর