ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৯৭৯

টাক ঠেকানোর সহজ ৩ উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ৩১ ডিসেম্বর ২০১৮  

বয়স ৩০ না পেরুতেই অনেক পুরুষের মাথার চুল পড়তে শুরু করে। কারও মাথার সামনের বা মাঝখানের চুল পাতলা হয়ে টাক দৃশ্যমান হতে থাকে। একসময় টাক পড়ে যায়। বিশেষ করে যারা হেলমেট পরে মোটরসাইকেল চালান, তাদের এই সমস্যায় বেশি ভুগতে দেখা যায়। কিন্তু তা থেকে পরিত্রাণের রয়েছে বেশকিছু ঘরোয়া উপায়। জেনে নিন এমন কয়েকটি ঘরোয়া টোটকা- 

১. একটি পাত্রে এক গ্লাস পানি নিয়ে ফোটাতে থাকেন। পানি ফুটে উঠলে এতে দু'টি জবাফুল দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করুন। এরপর পানি ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। তাতে লেবুর রস মিশিয়ে নিন। চুল শ্যাম্পু করার পর মিশ্রণটি মাথায় লাগিয়ে নিন। 

২. তিন গ্লাস পানিতে ১০টি নিমপাতা ফোটান। পানি ফুটে গেলে ঠান্ডা করুন। এরপর চুলের গোড়ায় ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিন। সপ্তাহে দু’বার ব্যবহার করুন। 

৩. অলিভ অয়েল গরম করে নিন। এরপর এতে দুই চামচ মধু এবং এক চামচ দারুচিনি গুঁড়া ভালো করে মেশান। মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে নিন। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এ টোটকা ব্যবহার করুন।