ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
২০৭

টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৯ ৩ ফেব্রুয়ারি ২০২০  

২৪ ফেব্রুয়ারির মধ্যে সব টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেবে সরকার বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক।
সোমবার দুপুরে বিটিআরসি সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক একথা বলেন। আদালত গ্রামীণ ফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে ৩ মাস সময় বেধে দেয়।
এদিকে সোমবার সকালে গ্রামীণফোন ২ হাজার কোটি টাকা পাওনার মধ্যে বিটিআরসিকে ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে প্রস্তুত রয়েছে বলে জানায়। বাকি টাকা পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি।
রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানপ্রতিষ্ঠানটির প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান।
এর কিছুক্ষণ পর গ্রামীণফোনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বিটিআরসির চেয়ারম্যান জানান, গ্রামীণফোনকে ফেব্রয়ারি মাসের ২৪ তারিখের মধ্যেই ২ হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে হবে।