ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২১৬

টিকা নিলে কী মাস্ক পরার প্রয়োজন আছে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৩ ২৫ মে ২০২১  

টিকা নেওয়ার পর কী মাস্ক না পরলেও চলবে? অনেকের মনে এমন প্রশ্ন আসছে তো? কেউ কেউ হয়তো ইতিমধ্যে মাস্ক পরা ছে়ড়েও দিয়েছেন। তাই না?


কিন্তু মাস্ক ছাড়া আপাতত অনেক দিন চলাফেরা করা একেবারেই ঠিক নয় বলে মত দিচ্ছেন চিকিৎসকেরা। যেমন টিকা নেওয়ার আগে করোনা-বিধি মেনে চলতে হচ্ছিল, তেমনভাবে চলতে হবে এখনও। যাতে ভাইরাসকে যথাসম্ভব আটকানো যায়। 


কিন্তু টিকার কার্যক্ষমতা পরীক্ষা করেই তা দেওয়া শুরু হয়েছে। তবে এত বিধি-নিষেধ কেন? তার জন্য মূলত তিনটি ব্যাখ্যা দিচ্ছেন চিকিৎসকেরা। যেমন—


১) কোনও টিকা একশো শতাংশ সুরক্ষিত রাখতে সক্ষম নয়। ফলে মাস্ক বাড়তি সুরক্ষা জোগায়।


২) টিকা নেওয়ার পরে শরীরে ঢুকে নিজের কাজ শুরু করতে সময় নেয়। তা কত দিনে কাজ করবে, নির্ভর করে ব্যক্তি বিশেষে।


৩) ধরা যাক টিকা নেওয়ার পরে আপনি হয়তো আর সংক্রমিত হলেন না। তাই বলে ভাইরাস ছড়ানো বন্ধ করবেন কি না, তা এখনও জানা নেই।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর