ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
২৬৮

টিকা নিলেও কী সংক্রমণের ঝুঁকি রয়েছে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৫ ৫ জুন ২০২১  

করোনা আবহে ইদানিং ভাইরাসের চেয়েও টিকাকরণ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে সর্বত্র। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থেকে অনেকে যেমন নিচ্ছেনই না, অন্যদিকে তা নিলে সংক্রমণ ছড়াবেন না এই ধারণাও পোষণ করছেন অনেকে। 


চিকিৎসকরা জানাচ্ছেন, টিকা নিলে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে। ফলে সংক্রমিত হলেও ভাইরাসের বিরুদ্ধে লড়ার ক্ষমতা অনেকটাই থাকে বলে গুরুতর অসুস্থ হওয়ার প্রবণতা কমে যায়। 


বিশেষজ্ঞদের মতের ভিত্তিতেই অনেকের প্রশ্ন তাহলে টিকাকরণের মাস্ক পরার প্রয়োজন নেই অথবা টিকা নেওয়া হয়ে গেলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই। 


কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই নিয়ে গোটা বিশ্বেই গবেষণা চলছে। এখনও সঠিক সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। আবার ভাইরাসের নানা প্রজাতি এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে। 


কোন প্রতিষেধক কোন প্রজাতির সংক্রমণ রুখতে কতটা সক্ষম সেটা নিয়েও এখনও চূড়ান্ত তালিকা বের করা সম্ভব নয়। তাই করোনা ভাইরাস বিরুদ্ধে লড়তে টিকাকরণ অত্যন্ত জরুরি।

 

কিন্তু টিকার দুটি ডোজ নেওয়ার পরেও সুরক্ষিত নন কেউ। সংক্রমণ হতেই পারে। তাই মাস্ক পরা এবং সুরক্ষিত থাকা আবশ্যক। চিকিৎসকদের মতে, সুস্থ পৃথিবীর মুখ দেখতে গেলে, মাস্ক পরে কাটাতে হবে এখনও বহুদিন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর