ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৬ আষাঢ় ১৪৩২
good-food
৩৪১

টিকা পেতে যেভাবে নিবন্ধন করতে হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৩ ১২ জানুয়ারি ২০২১  

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে হবে। দেশে করোনার টিকা দেওয়ার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করেছে সরকার।

 

স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোডের পর ফোন নম্বর ও এনআইডি নম্বর দিয়ে ব্যবহারকারী অ্যাপে নিজের নিবন্ধন করবেন। অ্যাপে নিবন্ধন করার সময় নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কি না, পেশা ইত্যাদি বিস্তারিত তথ্য দিতে হবে।

 

প্রত্যন্ত অঞ্চলে যাঁদের হাতে স্মার্টফোন নেই, তাঁরা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর