ঢাকা, ০৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
২৮৬

ডলারের বিপরীতে টাকার রেকর্ড পতন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩১ ১৭ জুন ২০২৩  

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম বেড়েই চলেছে। চলতি সপ্তাহের সবশেষ কার্যদিবসে তা ১০৯ টাকায় বিক্রি হয়েছে। দেশের ইতিহাসে যা রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।


এতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জুন) প্রতি ডলার ১০৮ টাকা ৩ পয়সা থেকে ১০৯ টাকায় লেনদেন করেছে ব্যাংকগুলো। দেশের ইতিহাসে এ যাবতকাল যা সর্বোচ্চ। এর আগে গত মে মাসে তা ১০৮ টাকা ৭৫ পয়সায় ওঠে। 


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, দেশে এখনও ডলারের সংকট রয়েছে। অন্যদিকে প্রধান আন্তর্জাতিক মুদ্রাটির চাহিদা বেড়েছে। ফলে মার্কিন মুদ্রার বিপরীতে টাকার সর্বোচ্চ পতন ঘটেছে।

 

১ বছর আগে আন্তঃব্যাংকে ডলারের দাম ছিল ৯২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে গ্রিনব্যাকের বিরুদ্ধে টাকার মূল্য হ্রাস পেয়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ।

 

চলমান মাসে প্রায় প্রতি কর্মদিবসেই আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে। গত ১ জুন ইউএস মুদ্রার দর ছিল ১০৮ টাকা।


সবমিলিয়ে গত ১ বছরে ডলারের বিপক্ষে টাকার মান নিম্নমুখী হয়েছে ১৬ টাকা ২০ পয়সা।

 

আলোচ্য দিনে কার্ব মার্কেটে (খোলা বাজার) প্রতি ডলার ১১১ টাকা ৭০ পয়সায় কেনেন গ্রাহকরা। আর  ১১১ টাকা ৩০ পয়সায় বিক্রি করেন।