ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
২৮২

তাপপ্রবাহ অব্যাহত থাকবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৯ ১৭ এপ্রিল ২০২৩  

একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা আরও বেড়েছে। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। রোববার (১৬ এপ্রিল) রাত ৯টার পর আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার যা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

 

তবে টানা অতি তাপপ্রবাহের ফলে পুড়তে থাকা চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমেছে। এক দিনের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এদিন তা দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরেও।

 

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে-ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।