ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
১০৮

দাম বাড়ার পর বাজার থেকে উধাও চিনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৬ ২৭ জানুয়ারি ২০২৩  

চিনির দাম কেজি প্রতি ৫ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। তবে বাড়তি দাম কার্যকর হওয়ার আগেই বাজারে দেখা দিয়েছে চিনির সংকট। অধিকাংশ দোকানেই নেই চিনি, যাও মিলছে তাও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এজন্য দোকানিরা দায়ি করছেন ডিলারদের, আর ডিলাররা দুষছেন কোম্পানিকে। 

 

আরও এক দফা বড়লো চিনির দাম। বৃহস্পতিবার সব ধরণের চিনির দাম কেজি প্রতি ৫ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। এতে প্যাকেটজাত চিনির দাম পড়বে কেজি প্রতি ১১২ টাকা আর খোলা চিনি ১০৭ টাকা। যা কার্যকর হবে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে। কিন্তু বৃহস্পতিবারই কারওয়ান বাজারের অধিকাংশ দোকানে মিললোনা চিনি। 

 

 

দু্ই একটি দোকানে খোলা চিনি মিললেও তা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। ডিলাররা বলছেন, তাদেরও কিনতে হচ্ছে বাড়তি দামেই। অভিযোগের আঙ্গুল কোম্পানির দিকে। ক্রেতারা বলছেন, সব সময় বাড়তি দমেই চিনি কিনতে হচ্ছে তাদের। মাঝে মধ্যে বাড়তি দাম দিয়েও মিলছে না। কোন পণ্যই বাড়তি দামে বিক্রি না করার আহবান জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।