ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
৬০৩

দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার দিলো র‌্যাব

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ১৭ মে ২০২০  

অসহায় দুস্থ ও কর্মহীনদের মধ্যে বিভিন্ন সময় ত্রাণ বিতরণের পাশাপাশি এবার প্রতিবন্ধীদের মধ্যে পোশাক বিতরণ করলো র‌্যাব-১২। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনা ভাইরাস চলাকালীন বিভিন্ন সময়ে এসব বিতরণ করা হয়েছে।

 

আজ রবিবার ১৭ মে সকাল ১১টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাঠে ৫০ জনকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি জানান, দুস্থদের মাঝে দেয়া এসব বিতরণকে ত্রাণ না বলে ঈদের উপহার হিসেবে  দেয়া হয়েছে। প্রতিবন্ধীদের মাঝে এসব উপহার ঈদের সময় তাদের আরও আনন্দ দিবে। তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম চলমান আছে ভবিষ্যতেও তা অব্যবহত থাকবে।

 

এ সময় সিপিএসসি বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর