ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৩৩৯

দেশে করোনা রোগীর সংখ্যা আড়াই লাখ ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৩ ৭ আগস্ট ২০২০  

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২৮৫১ জন। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা আড়াই লাখ ছাড়ালো। শনাক্ত বিবেচনায় আগের দিন বৃহস্পতিবার ইতালিকে টপকে ১৫তম স্থানে উঠে আসে বাংলাদেশ। 
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। বুলেটিনে 
বুলেটিনে  বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ মারণভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩৩৩ জনে।
ডা. নাসিমা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা বিভাগ পাঁচজন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে তিনজন করে, রংপুর বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর