ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৭৩

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, মৃত ২৫৮১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১২ ১৮ জুলাই ২০২০  

বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগী হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন। 

একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮১ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন। এদিন দুপুরে করোনা নিয়ে অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান। 

ডা. নাসিমা সুলতানা বলেন, এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩  জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৯৮ জন। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৯২৩টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি স্যাম্পল টেস্ট করা হলো।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর