ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫৮৫

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত সমানতালে বাড়ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৬ ১৩ আগস্ট ২০২০  

মহামারি করোনা ভাইরাসে দেশে মৃত্যুও আক্রান্তের সংখ্যা সমানতালে বাড়ছে। গত  ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৮১৩ জন, ৭৯ দশমিক ০৮ শতাংশ এবং নারী ৭৪৪ জন, ২০ দশমিক ৯২ শতাংশ।

বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতির সবশেষ আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৯২টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১৩ হাজার ১৬২টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা।

এতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৮৭১ জন। 

যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ২ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন, বাড়িতে ৩ জন।’

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর