ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩২৫

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২৬১৮

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৬ ১৯ জুলাই ২০২০  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ৬১৮ জনের।

একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৯ জন। এতে মোট রোগী হলো ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।

রোববার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন। তাতে মোট সুস্থ হলেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে ১০ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৬২৫টি। এ নিয়ে দেশে মোট স্যাম্পল টেস্ট করা হলো ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর