ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৩৮

দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৬ ৪ নভেম্বর ২০২০  

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪ জনে।

এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৫৯ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৮৮৬ জন। বুধবার (০৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে যে ২১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী চারজন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্তের বিবেচনায় মৃত্যহার ১ দশমিক ৪৫ শতাংশ। মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রামের ৫ জন, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর