ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৩১

দেশে করোনায় মৃত্যু ৮০০০ ছাড়ালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৯ ২৩ জানুয়ারি ২০২১  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৩৬জন। মোট শনাক্ত ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩৩৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

 

বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারীর প্রকোপ প্রতিবেশী ভারতের চেয়ে বাংলাদেশে অনেক কম। মৃত্যুহারও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। এই শীতে যেখানে ইউরোপ আমেরিকা যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ করোনা সামলাতে হিমশিম খাচ্ছে, সেদিক থেকে বাংলাদেশে শনাক্ত এবং মৃত্যুহার অপেক্ষাকৃত কম। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর