ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৭ ভাদ্র ১৪৩২
good-food
২২৪

দেশে চিনির দামও কমলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২৯ ১৪ আগস্ট ২০২৩  

আন্তর্জাতিক বাজারে চিনির দাম হ্রাস পেয়েছে। ফলে দেশের মার্কেটেও খাদ্যপণ্যটির দর কমানো হয়েছে। প্রতি কেজির মূল্য ৫ টাকা কমেছে। রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।


এতে বলা হয়, কেজিতে পরিশোধিত খোলা চিনি ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং পরিশোধিত প্যাকেটজাত চিনি ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা ধার্য করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার (১৪ আগস্ট) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

 

একই দিনে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,ভোজ্যতেলের দাম আরও কমানো হয়েছে।

 

এতে বলা হয়, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা ধার্য করা হয়েছে। ১৪ আগস্ট থেকে নতুন এই দাম কার্যকর হবে।

 

উভয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববাজারে ভোজ্যতেল ও চিনির দরপতন ঘটেছে। ফলে আমদানি মূল্য হ্রাস পেয়েছে। তাই নিত্যপণ্য দুটির দর কমানো হয়েছে।