ঢাকা, ২৪ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ১০ পৌষ ১৪৩২
good-food

দেশে ফিরে ৩ দিন যেখানে যাবেন, যা করবেন তারেক রহমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৬ ২৪ ডিসেম্বর ২০২৫  

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) 

দেশে প্রত্যাবর্তনের পর প্রথম দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর বিমানবন্দর সড়ক দিয়ে কাকলীর মোড় এবং গুলশান-২ মোড় হয়ে বাসভবনে প্রবেশ করবেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) 

পরের দিন জুমার পর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখানে জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) 

দেশে ফেরার পর তৃতীয় দিন প্রথমে জাতীয় পরিচয়পত্রের কাজ ও ভোটার হবেন তারেক রহমান। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে দেখা করবেন তিনি।