ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৩৬৯

দেশে ফের করোনায় আক্রান্ত-মৃত্যু বেড়েছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৯ ২৪ আগস্ট ২০২০  

দেশে আবারও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮৫ জনের দেহে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। 

এসময়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৩ জনে।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকালে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। তাতে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

আগের দিন রোববার দেশে ১ হাজার ৯৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর মারা যান ৩৪ জন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর