ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৩৪৯

দেশে ১ দিনে করোনায় ২৫ জনের মৃত্যু: আক্রান্ত ১৬৮১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০১ ২৯ অক্টোবর ২০২০  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৮৬ জনে। এছাড়া করোনা ভাইরাস নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন করোনা রোগী।

 

বৃহস্পতিবার  বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে বিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব তিন, পঞ্চাশোর্ধ্ব ৯ এবং ষাটোর্ধ্ব ১১ জন।

 

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে পাঁচ, বরিশালে এক, সিলেটে তিন এবং ময়মনসিংহ বিভাগে একজন।

 

এর আগে গত বুধবার দেশে  ১ হাজার ৪৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর