ঢাকা, ০৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
১০১৯

দেশে ১ বছরে নতুন কোটিপতি বেড়েছে ৫ হাজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৫ ২০ সেপ্টেম্বর ২০২৩  

আকাশছোঁয়া দ্রব্যমূল্য, ডলার সংকট এবং রিজার্ভ পতনের পরেও দেশে পাল্লা দিয়ে বাড়ছে নতুন কোটিপতির সংখ্যা। উচ্চমূল্যস্ফীতির চাপে অনেকেই তার সঞ্চয় ভেঙে খাচ্ছেন। ঠিক এমন পরিস্থিতিতেও দেশে কোটিপতি আমানকতারীর সংখ্যা বেড়েছে।

 

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি রয়েছে—এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। এক বছর আগেও ২০২২ সালের জুনে কোটি টাকার হিসাব ছিল এক লাখ আট হাজার ৪৫৭টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোটিপতি ব্যাংক হিসাব বেড়েছে পাঁচ হাজার ৮৭টি।

 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২ টি। যেখানে জমা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ২৪ কোটি টাকা।