ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৮০

দেশে ১২ মাস পেঁয়াজ উৎপাদন হবে: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ১৫ নভেম্বর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের একটি রাজ্যে পেঁয়াজের দাম ৮/১০ টাকা আছে। কিন্তু সেখান থেকে বাইরে তা যেতে দেয়া হচ্ছে না। তবে দেশটির অন্যত্র পেঁয়াজের দাম বেশি। সমগ্র ভারতবর্ষে নিত্যপণ্যটি প্রায় ১০০ রুপিতে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার সংসদে বিরোধীদলের এক সংসদ সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে তিনি পেঁয়াজের মূল্যবৃদ্ধি সম্পর্কে এসব তথ্য দেন।
সরকারের উদ্যোগে বিভিন্ন স্থানে টিসিবি’র মাধ্যমে ৪৫ বা ৫০ টাকায় পেঁয়াজ বিক্রির তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা মিশর এবং তুরস্কসহ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির এলসি খোলা হয়েছে।
বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ জনগণের নাগালের মধ্যে আনতে সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি- টিসিবি সেসব পেঁয়াজ নেবে এবং বিতরণের ব্যবস্থা করবে। সব জেলায় ট্রাকে করে এ পেঁয়াজ চলে যাবে। আমরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন আছি। যাতে মানুষের সমস্যা না হয়।
এক মৌসুমের পরিবর্তে ১২ মাস যেন পেঁয়াজ হতে পারে গবেষকরা সেই ধরনের বীজ উদ্ভাবন করতে সমর্থ হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে আমরা এটি বাজারজাত করবো এবং তখন আর কারো মুখাপেক্ষী হয়ে থাকেতে হবে না। নিজেদের চাহিদা মতো আমরা উৎপাদন করতে পারব।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর