ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
২২৪

দেশে ৩০ দিনের ডিজেল, অকটেন-পেট্রোল আছে ১৮ দিনের: বিপিসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৭ ১০ আগস্ট ২০২২  

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ (এনডিসি) জানিয়েছেন দেশে ৩০ দিনের ডিজেল এবং ১৮ দিনের অকটেন ও পেট্রোল মজুত আছে।

 

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন।

 

বিপিসি চেয়ারম্যান বলেন, প্রায় সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমদানি ব্যয় মেটাতে হচ্ছে। দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে ৬ টাকা লোকসান গুণতে হচ্ছে।

 

গত শুক্রবার দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়।

 

আর অকেটন প্রতি লিটার ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়। ওই দিন রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর হয়।