ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৪০৪

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়া বিরল ঘটনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৪০ ২৪ জুলাই ২০২০  

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একজন নারী একবার কভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক সপ্তাহ পর তার শরীর আবার অসুস্থ হয় এবং পরীক্ষা করে তাকে আবার কভিড পজিটিভ পাওয়া যায়।

নিউ জার্সির একজন ডাক্তার দাবি করেছেন যে তিনি দ্বিতীয়বার করোনা আক্রান্ত বেশ কয়েকজন রোগী পেয়েছেন। আরেকজন ডাক্তার বলেছেন, অনেকের ক্ষেত্রে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়াটা একটা বাস্তবতা। দ্বিতীয়বারে করোনার আক্রমণ হয় অনেক বেশি ভয়ানক।

ওপরে বর্ণিত ঘটনাগুলো সম্প্রতি অনলাইনে দ্বিতীয়বার কভিডে আক্রান্ত হওয়ার ব্যাপারে বেশ আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক আক্রান্ত ভয় পাচ্ছেন এ ভাইরাস বোধ হয় তাকে আর ছেড়ে যাবে না। কিন্তু এ ঘটনাগুলো যথেষ্ট প্রামাণিক নয়। বিশেষজ্ঞরা বরং বলছেন ভিন্ন কথা।

হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের এপিডেমিওলজিস্ট মার্ক লিপসিচ বলেছেন, ‘দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার কোনো শতভাগ বিশ্বাসযোগ্য ঘটনার দেখা আমি এখনো পাইনি।’ অন্য গবেষকরা আরো নিশ্চিতভাবেই বলছেন যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনাগুলো বেশির ভাগই গুজব। কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হতে পারেন, তবে এমন ঘটনার হার খুবই কম।

যুক্তরাষ্ট্রের বেলর কলেজ অব মেডিসিনে ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিন ডা. পিটার হটেজ বলেন, ‘আমি এমনটা বলছি না যে কেউ দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হতে পারেন না। তবে এখন পর্যন্ত আমি যা দেখেছি তাতে এ রকম ঘটনা একেবারে বিরল।’

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর