ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
১১৬৫

নারী উদ্যোক্তা তৈরী-দারিদ্র দূর করতে গ্রাম-গঞ্জে ছুটছেন তিনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৬ ৪ আগস্ট ২০১৯  

তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরীর উদ্দেশ্যে গ্রাম-গঞ্জে ছুটে বেড়াচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ইফ্ফাত আরা নারগিস। এজন্য গরিব-দু:স্থ যুব মহিলাদের সংগঠিত করে নানামুখী কাজ করছেন তিনি। 


সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে দু:স্থ ও প্রতিবন্ধী নারীদের বিনামূল্যে সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরন করেন ইফ্ফাত আরা নারগিস। চাঁপাই নবাবগঞ্জ জেলা নাসিব সভাপতি সেলিম রেজা (সি আই পি), আকসানা সহ নারী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন। 

 

গোলেনূর - আলাউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। 


সমাজসেবী ইফ্ফাত আরা নারগিস তার চলমান কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, গ্রামীণ তরুণী-যুবতীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তুলতে পারলে পরিবার, সমাজ তথা পুরো দেশ এগিয়ে যাবে।

এজন্য তিনি ধারাবাহিকভাবে দরিদ্র-দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান, দরিদ্র মেধাবি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, বেকার সমস্যার সমাধান এবং এলাকার অসহায় মানুষের চিকিৎসা ও  গৃহায়ন সহায়তা দিয়ে যাচ্ছেন।