ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১৫২

পদ্মা সেতুতে কত টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ২৫ জুন ২০২২  

পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা দিয়েছেন তিনি। তার গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল।

 

শনিবার দুপুরে মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যান তিনি। সেতুর টোলকর্মী তানিয়া আফরিন জানান, শেখ হাসিনা ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন।

 

কর্মকর্তারা বলছেন, প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রীই। পদ্মা সেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। তবে কাল রোববার সকাল ৬টায় সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে।

 

এর আগে গতকাল শুক্রবার পদ্মা বহুমুখী সেতুর জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর