ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
৫২৩

পদ্মা সেতুর নির্মাণকাজ ২২ সালের মধ্যে শেষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৭ ২৬ আগস্ট ২০২০  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।  
মন্ত্রী বলেন, আগামী বছরে জুন মাসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে এমনটাই ঠিক করা ছিল। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারি আর অতিরিক্ত বন্যায় এ সেতু নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে। তাই আগামী জুনে এটা সম্ভব হচ্ছে না। 

বুধবার  সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
 অর্থমন্ত্রী  জানান, সেতু নির্মাণকাজ শেষ হতে সময় বেশি লাগার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এজন্য সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা।