ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১
good-food
১০৮৪

পাসপোর্ট করার নতুন নিয়ম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৭ ৫ আগস্ট ২০১৯  

পাসপোর্ট করার ফি সংক্রান্ত নিয়মে পরিবতর্ন আনা হয়েছে। এখন ভ্যাটসহ জরুরি ফি ৩ হাজার ৪৫০ টাকা।আর অতি জরুরি ফি ৬ হাজার ৯০০ টাকা। 

নতুন নিয়মে ই-পাসপোর্ট পাওয়া যাবে। এজন্য সর্বোচ্চ ফি ১২ হাজার টাকা গুনতে হবে। আর সর্বনিম্ন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

অনেকে বিদেশে দূতাবাসে সাধারণ পাসপোর্ট করতে আবেদন করেন। এক্ষেত্রে তাদের সর্বোচ্চ ফি ২২৫ ডলার এবং সর্বনিম্ন ফি ১০০ ডলার জমা দিতে হবে।

তবে বিদেশে দূতাবাসে শ্রমিক ও শিক্ষার্থীদের কাছে সর্বোচ্চ ২২৫ ডলার ধরা হয়েছে। আর সর্বনিম্ন ৩০ মার্কিন ডলার করা হয়েছে।

গেল ১ আগস্ট এ বিষয়ে পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। তাতে সাধারণ, জরুরি ও অতি জরুরি এ তিনভাগে ই-পাসপোর্টের ফি নির্ধারণ করা হয়েছে।