ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭১৮

পুঁজিবাজারে বড় দরপতন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৩ ১৮ ফেব্রুয়ারি ২০১৯  

অব্যাহত দর পতনে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারের ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে।তবে বাজার বিশ্লেষকরা একে সংশোধন হিসেবে দেখছেন। 

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৫১ দশমকি ৩০ পয়েন্ট। দিনশেষে ডিএসইতে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ৭০ দশমকি ২৮ পয়েন্ট। এসময় সিএসইতে ৩৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বড় দরপতনে্ও লেনদেন আগের তুলনায় বেড়েছে। ব্যাংক ্ও ইন্সুওরেন্স খাতের দর পড়েছে বেশী।
 ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৪২টির ও অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের। দিনশেষে ডিএসইতে ২০ কোটি ৮১ লাখ ৩৭ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২৫ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ সোমবার দিনশেষে ডিএসই’র লেনদেন বেড়েছে ১৬৬ কোটি টাকা।

লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক কমেছে ৫১.৩০ পয়েন্ট। এসময় ডিএসই এক্স সূচক ৫৭২৪ পয়েন্টে স্থিতি পেয়েছে। অপরদিকে, ডিএসইএস সূচক আগের কার্যদিবসের তুলনায় ১০.০৬ পয়েন্ট কমেছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৭০.২৮ পয়েন্ট কমে ১০ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দাম বেড়েছে। কমেছে ১৭৭টির। অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর