ঢাকা, ০৫ মে রোববার, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
good-food
২৪৫

পেঁয়াজ বি‌ক্রি কর‌বে টিসিবি: কেজি ৩৫ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ৮ অক্টোবর ২০২৩  

ভোক্তাপর্যায় প্র‌তি ‌কে‌জি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি কর‌বে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ‌রোববার (৮ অক্টোবর) টিসিবি এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। সোমবার থেকে এই পেঁয়াজ বিক্রয় করা হবে। কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকিমূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

 

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা ) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার নিকট পেঁয়াজ বিক্রয় করা হবে। এই কার্যক্রম টিসিবি কর্তৃক আমদানিকৃত পিয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা ।

 

টিসিবির একজন কর্মকর্তা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির। বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ ৮০ থে‌কে ৯০ টাকা দরে বি‌ক্রি হ‌চ্ছে ।
 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর