ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৩৮৪

প্রতিদিন ১০ হাজার নমুনা পরীক্ষা করা হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৫ ১৬ মে ২০২০  

করোনা ভাইরাসের ওষুধ রেমডিসিভির আগামী দুই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে যা বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী আরো জানান, এ সপ্তাহ থেকেই সারা দেশে প্রতিদিন গড়ে ১০ হাজার নমুনা পরীক্ষা শুরু হবে। 

আজ শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি খরচে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ২শ’ শয্যার কোভিড ১৯ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, যেখানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।
সরকারি খরচে এই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে বলে মন্ত্রী জানান।