ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৭৪৪

প্রত্যেক এলাকায় কর অফিস থাকবে : অর্থমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৫ ১১ ফেব্রুয়ারি ২০১৯  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রত্যেক এলাকায় কর অফিস থাকবে। কর আহরণে অটোমেশনসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।

তিনি বলেন,  কিছু কিছু এলাকায় প্রত্যাশিত রাজস্ব পাওয়া যাচ্ছে না। সেসব এলাকা শনাক্ত করা হয়েছে।  আমাদের সবার উদ্দেশ্য রাজস্ব আহরণ বৃদ্ধি করা। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে কিভাবে রাজস্ব আহরণ বৃদ্ধি করা যায়, আমরা সে চেষ্টা করছি।

সব এলাকায় প্রত্যাশিত রাজস্ব আহরণ করা হবে বলে আশা জানান মন্ত্রী।

রোববার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মূল্য সংযোজন কর ও কাস্টমস সংশ্লিষ্ট সদস্য এবং কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কাউকে কষ্ট দিয়ে এবং ক্ষতিগ্রস্ত করে কর আদায় করা হবে না। ট্যাক্স রেট না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানো হবে। ফলে কেউ ক্ষতির আশঙ্কায় পড়বেন না।

এ সময় উপস্থিত ছিলেন - জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারসহ কর্মকর্তারা।