ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
good-food
১৭৯

প্রাণ ফিরেছে চা বাগানে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৫ ২৮ আগস্ট ২০২২  

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে  চা বাগানের চা শ্রমিকরা কর্মবিরতির পর কাজে ফিরেছেন। দীর্ঘদিন পর চা বাগানগুলোতে প্রাণ ফিরেছে। এদিকে সিলেটসহ বিভিন্ন চা বাগানে শ্রমিকরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে। 

 

স্থানীয় সূত্র জানায়, রোববার সিলেটের বেশিরভাগ চা বাগানেই সাপ্তাহিক ছুটি। কেবল ৯টি বাগান চালু থাকে এদিন। এসব বাগানের শ্রমিকরা সকালে মালনীছড়া বাগানে বৈঠকে বসে সোমবার থেকে কাজে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

 

মৌলভীবাজারের বাগানগুলোর শ্রমিকরা রোববার সকাল থেকেই কাজে যোগ দেন। বাগানে বাগানে পাতা উত্তোলন শুরু করেন তারা। শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকপক্ষের বৈঠক হয়।

 

প্রধানমন্ত্রী বৈঠকে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন । এ সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের রোববার থেকে কাজে ফেরার আহ্বান জানান।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর