ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১০৩৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মার্চে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১০ ১৭ জানুয়ারি ২০১৯  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে মার্চে। সারাদেশে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ বলেন, প্রথমে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়ার কথা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। পরে সভায় সিদ্ধান্ত হয় মার্চে হবে।  যতদূর সম্ভব আসছে মাসের মাঝামাঝি হতে পারে। তবে কোন তারিখে হবে তা নিশ্চিত নয়।

তিনি বলেন, সব দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হবে। ১৩ হাজার ১০০টি পদে আবেদন চাওয়া হয়েছিল। জমা পড়েছে ২৪ লাখের বেশি। এত পরিমাণ আবেদন জমা পড়ায় নিয়োগ পরীক্ষা নিতে বেশ ভাবতে হচ্ছে।

উল্লেখ্য, নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।