ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২০৭

ফল, সবজি থেকে কী ব্ল্যাক ফাঙ্গাস ছড়ায়?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১২ ২৯ মে ২০২১  

করোনা আবহে সোশ্যাল মিডিয়াজুড়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা বারবার সতর্ক করার পরও গুজব থেকে প্যানিক অ্যাটাক হয়ে মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে মিউকরমাইকোসিস যা 'ব্ল্যাক ফাঙ্গাস' নামে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। 


সেই কালো ছত্রাক নিয়েই নানা গুজব রটাচ্ছেন মানুষ। এমন একটি রটে যাওয়া গুজব হলো পচা বা শুকিয়ে যাওয়া ফল, সবজি থেকে কালো ছত্রাকে আক্রান্ত হতে পারেন মানুষ। যার ফলে বাজার থেকে দূরে তো থাকছেনই। এমনকি ফ্রিজে, বাড়িতেও এমন ফল, সবজি জমিয়ে রাখার সাহস পাচ্ছেন না কেউ। 


ভারতীয় চিকিৎসক রণদীপ গুলেরিয়া জানাচ্ছেন, এর পক্ষে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। সাধারণত কালো ছত্রাকের কণা নাক দিয়ে ঢুকে শরীরে মিউকরমাইকোসিস-এর সংক্রমণ ঘটায়। কিন্তু পচা, শুকিয়ে যাওয়া ফল থেকে সংক্রমণ ছড়ায় কি না, সেই নিয়ে এখনও গবেষণা চলছে। 


পাশাপাশি চিকিৎসকরা এও জানাচ্ছেন, যাঁদের শরীর দুর্বল, ইমিউনিটি কম, ডায়াবেটিস রোগী, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় স্টেরয়েড নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেশি। 


ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি পরিষ্কার, পরিচ্ছন্নতার উপরেও জোর দিতে বলছেন ডাক্তাররা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত রক্তে শর্করার মাত্রা ঠিক থাকলে মিউকরমাইকোসিস-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম রয়েছে।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর