ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৩৭৭

ফাইজারের ভ্যাকসিনকে এ সপ্তাহেই ছাড়পত্র দিচ্ছে যুক্তরাজ্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৪ ২৩ নভেম্বর ২০২০  

ফাইজার-বায়োটেকের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনকে চলতি সপ্তাহেই ছাড়পত্র দিতে পারে যুক্তরাজ্য। দেশটির সরকারের বরাত দিয়ে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, তাদের উৎপাদিত ভ্যাকসিনের আনুষ্ঠানিক মূল্যায়ন শুরু করছে ইউকে নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি দেখভালের জন্য ১ ডিসেম্বরের মধ্যে জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থাকে প্রস্তুত থাকতে বলেছে তারা।

 

তবে প্রথম ভ্যাকসিনকরণের কাজ কখন শুরু হবে তা নিয়ে রোববার কোনও মন্তব্য করেনি যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর। যদিও ‘মেডিকেল রেগুলেটরি মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির’ (এমএইচআরএ) মুখপাত্র জানিয়েছেন, এমএইচআরএ সরকারের স্বতন্ত্র সংস্থা। ফাইজার-বায়োটেকের ভ্যাকসিন সংক্রান্ত তথ্য সম্পূর্ণ পর্যালোচনা করতে যত সময় লাগবে, তা নেয়া হবে। 

 

গেলো সপ্তাহেই ফাইজার-বায়োটেকের তৈরি টিকার কার্যকারিতা পর্যালোচনা করে দেখতে এমএইচআরএকে নির্দেশ দেয় যুক্তরাজ্য প্রশাসন।

 

সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের আগেই যুক্তরাজ্যে অনুমোদন পেতে পারে ফাইজার-বায়োটেকের ভ্যাকসিন। গেল শুক্রবার মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, তাদের  টিকার ছাড়পত্র দেয়া যায় কি না, এ নিয়ে আলোচনা করতে ১০ ডিসেম্বর বৈঠক হবে। 

 

ফাইজার-বায়োটেককে করোনাভাইরাস ভ্যাকসিনের ৪ কোটি ডোজের অর্ডার দিয়েছে যুক্তরাজ্য। আশা করা হচ্ছে, এর মধ্যে ১ কোটি ডোজ এখনই পাওয়া যাবে। দেশটির ৫০ লাখ লোককে দেয়ার জন্য যা যথেষ্ট।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর