ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
১০৯

ফুটপাতে দোকান বসিয়েছেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৮ ৮ এপ্রিল ২০২৩  

রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ডে সব হারিয়ে নতুন করে শুরু করেছেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পরিষ্কার শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবার দোকান বসাতে দেওয়ার আশ্বাসের খবরে নতুন করে ব্যবসা শুরুর আশায় ব্যবসা শুরু করেছেন তারা।

 

শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে পোড়া বঙ্গবাজারের অনেক ব্যবসায়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারের সামনের রাস্তায় দোকান শুরু করেছেন। নিউ সেক্রেটারি রোড নামে সড়কটির ফুটপাত এবং গুলিস্তান ফ্লাইওভারের নিচের সড়ক বিভাজকে চৌকি পেতে সারি সারি দোকান বসেছে। দোকানগুলোকে ঘিরে জনসমাগম হলেও বিক্রি তেমন জমে ওঠেনি। 

 

ব্যবসায়ীরা জানান, জীবন-জীবিকার তাগিদে কিভাবে দ্রুত ব্যবসা শুরু করা যায়, সেটাই এখন চিন্তার বিষয়। তারা দ্রুত পুনর্বাসন চান। ব্যবসায়ী নেতারা তাদের দাবির সঙ্গে একমত। ঈদকে সামনে রেখে  অনেক ছোট ব্যবসায়ী নিজেদের ক্ষতচিহ্নের দাগ নিয়ে ফুটপাতে কাপড়ের দোকান বসিয়েছেন।