ঢাকা, ১৮ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ৪ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

বড় পর্দায় রিচি, তার নায়ক কে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৯ ১৮ নভেম্বর ২০২৫  

তিন দশকেরও বেশি সময় ছোটপর্দায় অভিনয় করছেন অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমায় দেখা যায়নি তাকে। অবশেষে বড় পর্দায় আসছেন তিনি।

খুব শিগগির একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন রিচি নিজেই।

অভিনেত্রী বলেন, ‘‘শিগগির একটি সিনেমায় কাজ শুরু করব। এটা প্রযোজনা করেছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান। পরিচালনা করবেন রাজীব সালেহীন। এ ছাড়া আরও কিছু কাজের কথা হয়েছে। যেহেতু শুটিং শুরু হয়নি, তাই এখনই এসব নিয়ে কথা বলতে চাইছি না।’’

সিনেমায় কে হবেন রিচির নায়ক? জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘‘সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই এখন বলা যাচ্ছে না। তবে চমক থাকবে।’’

নির্মাতা রাজিব সালেহীন জানিয়েছেন, এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা হবে এই সিনেমার। সে সময় জানানো হবে সিনেমা ও অন্য অভিনয়শিল্পীদের নাম।

এ বছরের শুরুতে একটি টিভি অনুষ্ঠানে রিচি ইঙ্গিত দিয়েছিলেন সিনেমায় কাজ করার ব্যাপারে। সিনেমায় কেন অভিনয় করেননি এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নানা সময় নানা পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত সিনেমায় কাজ করা হয়নি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমাতে অভিনয় করা আমি মিস করি। সামনে হয়তো আমাকে দেখা যেতে পারে সিনেমায়।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর