ঢাকা, ১১ মে শনিবার, ২০২৪ || ২৮ বৈশাখ ১৪৩১
good-food
৬৩৩

বাণিজ্য মেলা আগারগাঁওয়ে থাকছে : বাণিজ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪০ ২৭ জানুয়ারি ২০১৯  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  বলেছেন, বাণিজ্য মেলা আপাতত আগারগাঁওয়েই থাকছে। তবে চলতি বছর পূর্বাচলে আন্তর্জাতিক প্রদর্শনী হবে বলে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন। 

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইডসেবা পরিদর্শনে এসে মন্ত্রীএ তথ্য জানান। এ সময় বঙ্গবন্ধু প‍্যাভিলিয়ন পরিদর্শন করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটা আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন হয়। পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তবে চলতি বছর বা চলতি বছরের শেষদিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে। সেখানে টেক্সটাইলসসহ রফতানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তবে বাণিজ্য মেলা আপাতত আগারগাঁওয়েই অনুষ্ঠিত হবে।’

পূর্বাচলে আন্তর্জাতিক প্রদর্শনীর কথা বললেও কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মন্ত্রী।

তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না, তারা সমাজের মূল ধারায় এসেছে। প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে নিতে সব ধরনের সহযেগিতা করা হবে।

 তিনি বাণিজ্য মেলা প্রাঙ্গণে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইডসেবা উদ্বোধন করেন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে রাইডে চড়ে কিছু সময় গল্প করেন ।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, মেলা কমিটির সদস্যসচিব আবদুর রউফ, ইপিবির পরিচালক মো. জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর