ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৪০৬

বারবার হাই ওঠা হার্ট অ্যাটাকের লক্ষণ!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৯ ১৯ ডিসেম্বর ২০২০  

হার্ট অ্যাটাক! কথাটা শুনলেও সবার বুক ভয়ে কেঁপে ওঠে। গুরুতর এ অসুখে সঙ্গে সঙ্গে চিকিৎসক দেখানো জরুরি। এতে হার্টে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না। হৃদপিণ্ডের মাশলগুলো এক এক করে মরে যায়। তবে সঙ্গে সঙ্গে চিকিৎসা হলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে।

 

অবশ্য কোনও ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে লক্ষণ স্পষ্ট বোঝা যায়। বুকে ব্যাথা এবং মাটিতে পড়ে যাওয়া-এর দুই উপসর্গ। সিনেমায় দেখানো হয়, হার্ট অ্যাটাক হলে বুক চেপে ধরে মাটিতে পড়ে যান অভিনেতা। কিন্তু এছাড়া এর আরও লক্ষণ আছে। যেগুলো সম্পর্কে অনেকে যথেষ্ট ওয়াকিবহাল নন। সেসব দেখেও সেটি হার্ট অ্যাটাকের কেস কি না তা বুঝতে পারেন না।

 

ঘন ঘন হাই ওঠাও হার্ট অ্যাটাকের লক্ষণ। সাধারণত ঘুম পেলে এটি ওঠে। আগের দিন রাতে ভালো ঘুম না হলে পরের সারাদিন অনেকে হাই তুলেন। কিন্তু রাতে সাউন্ড স্লিপের পরও যদি বারবার এটি ওঠে, তাহলে চিন্তার কারণ আছে। পর্যাপ্ত ঘুমানোর পরও যদি সবসময় ক্লান্ত লাগে তবে সাবধান। ভেতরে ভেতরে কোনও গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।


চিকিৎসা বিজ্ঞান বলছে, মানুষের কেন হাই ওঠে সেই প্রশ্নের মীমাংসা এখনও পুরোপুরি হয়নি। অনেকের মতে, হাই তোলা ভেগাস নার্ভের সঙ্গে সম্পর্কযুক্ত। এ নার্ভ সোজা মস্তিষ্ক থেকে বেরিয়ে হৃদযন্ত্র এবং পাকস্থলীর সঙ্গে যুক্ত হয়েছে। 

 

অনেক সময় হার্টের ভেতরে রক্তক্ষরণ হলে ঘন ঘন হাই ওঠে। স্ট্রোকের আগে এবং পরে বারবার এটি উঠতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওয়ার্ক আউট করতে যাদের বারবার হাই ওঠে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে।

 

হার্ট অ্যাটাক এবং স্ট্রোক ছাড়া ব্রেন টিউমার, এপিলেপ্সি, লিভারের সমস্যা থাকলেও ঘন ঘন হাই ওঠে। তাই হঠাৎ এটি বেড়ে গেলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা জরুরি।