ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৭

বাসাতেই সহজে বানান আনারসের জ্যাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৮ ৩ ডিসেম্বর ২০২২  

ছোটো-বড় সবারই অত্যন্ত পছন্দ আনারস। এ ফলের জ্যামও পছন্দ করেন সবাই। ব্রেকফাস্টে অনেক বাড়িতেই জ্যাম-পাউরুটি খাওয়ার প্রচলন আছে। সাধারণত আমরা দোকান থেকেই কিনে থাকি জ্যাম।

 

তবে আপনি যদি বাড়িতেই সঠিক পদ্ধতি মেনে তৈরি করেন, তা ভালো থাকে দীর্ঘ সময় পর্যন্ত। তবে এবার থেকে আর জ্যাম খাওয়ার জন্য দোকানে ঢুঁ মারতে হবে না। বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন।

 

উপকরণ

৬৫০ গ্রাম টুকরো করে কাটা পাকা আনারস

 

পদ্ধতি

প্রথমে মিক্সিতে আনারসের পেস্ট বানিয়ে নিন। ছাঁকনিতে আনারসের পেস্ট ছেঁকে নিন ভালোভাবে। এবার কড়াইতে ছাঁকা আনারসের পাল্প ও চিনি দিয়ে ফোটান। ফোটাতে গিয়ে দেখবেন আনারসের ওপর ফেনা উঠছে। ফেনাগুলো একটা বাটিতে ধীরে ধীরে তুলে নেবেন।

 

যতক্ষণ না পর্যন্ত আনারসের রস একেবারে ঘন থকথকে হচ্ছে। মিশ্রণটি থকথকে হয়ে এলে গ্যাস বন্ধ করুন।
তারপর একটা এয়ার টাইট কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দিন। এবার আপনার প্রয়োজন মতো ব্যবহার করুন ঘরোয়া আনারসের জ্যাম।

লাইফ কিচেন বিভাগের পাঠকপ্রিয় খবর