ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫১৭

বিশ্বে ১ দিনে করোনায় ১৫ হাজার প্রাণহানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৩ ১৬ জানুয়ারি ২০২১  

করোনাভাইরাস মহামারির প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হু হু করে বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় করোনায় ১৫ হাজার ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৫৫৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখের বেশি মানুষ।

 

বিশ্বব্যাপী করোনা আপডেট দেয়া ওয়ার্ল্ডোমিটারস আজ শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে। এর সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৪৩ লাখ ৯ হাজার ৭৩২ জন, মোট মারা গেছেন ২০ লাখ ১৭ হাজার ৭৯৮ জন।

 

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২৯ জন। আর করোনায় মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৮৫৬ জন।

 

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। সেখানে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ১৩০ জন।

 

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৯৪ হাজার ২৫৩ জন। সেখানে করোনায় মারা গেছেন ২ লাখ ৮ হাজার ২৯১ জন।

 

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, ফ্রান্স পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম, জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

 

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৬২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন। দেশে গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ৮ মার্চ প্রথম করোনা আক্রান্তের ঘটনা ঘটে।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এখনো ভাইরাসটি দমনে প্রতিষোধক আবিস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর