ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৯২৮

বিয়ের আগে হবু জীবনসঙ্গীর সাথে যা যা আলোচনা করে নেবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৪ ২০ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

 

বিয়ের মাধ্যমে দু’জন মানুষ একজন আর একজন মানুষের সঙ্গে আবদ্ধ হয়। এই বন্ধনের মাধ্যমে বাকী জীবন একজন আরেকজনের সঙ্গী হয়ে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ হন।

বর পক্ষ-কনে পক্ষ এই বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা করে থাকে। নিমন্ত্রণ, খাবার আয়োজন, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বর-কনের পরিবার নানা রকম আয়োজন করে থাকে। সারাজীবন যার সাথে জীবন কাটাতে যাচ্ছেন বিয়ের আগে তার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলাপ করে নেওয়া খুবই জরুরি। তাহলে নতুন জীবনে ভুল বোঝার সমস্যাটা থাকে না।

যেমন-

১. আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার আর্থিক অবস্থা কেমন সেটা জানা উচিত। যদিও কারও বেতন বা আয় এর কথাটা জিজ্ঞেস করাটা উচিত নয় তারপরও বিয়ের আগে এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার হওয়াটা জরুরি। কারণ আপনার স্বামী পরিবার এর জন্য কেমন খরচ করতে পারবে সেটা আপনার জানা জরুরি। দুইজনের কারও কোন ধরনের ঋণ কিংবা ব্যাংক লোন আছে কিনা সেটাও সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলাপ করুন। এ বিষয়গুলো আগে থেকে আলোচনা করলে দুজন দুজনকে সাহায্য করতে পারবেন।

২. পরিবার পরিকল্পনার বিষয় গুলোও বিয়ের আগে খোলাখোলি আলোচনা করে নিবেন যে আপনারা বিয়ের ঠিক কতদিন পর বাচ্চা নেবেন এটাও আলোচনা করতে পারেন। কারণ ক্যারিয়ার নিয়ে প্রত্যেক মানুষের নিজস্ব কিছু পরিকল্পনা থাকে । এ কারণে এ বিষয়টাও আলোচনা করা জরুরী।

৩. আপনার জীবনসঙ্গী ঠিক কেমন মানসিকতার হবে কিংবা সঙ্গীর কাছে আপনার প্রত্যাশা কি সেটা হবু জীবনসঙ্গীকে জানানো উচিত। দুজনে আলাদা থাকবেন, না পরিবারের সবার সঙ্গে থাকবেন, এই বিষয়গুলোও সঙ্গীর সামনে স্পষ্ট করা দরকার। সবকিছু খোলাখোলি আলোচনা না করলে ভবিষ্যৎ জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে।