ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৭ ভাদ্র ১৪৩২
good-food
২৯৭

বৃহস্পতিবার সংসদে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট পেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ৩১ মে ২০২৩  

বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড: শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে যোগ দিয়েছেন। 

 

সংসদের নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতে সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠানের ওপর শোক প্রস্তাব গৃহীত হয়। 

আগামীকাল বৃহস্পতিবার (১ জুন)  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

 

প্রতিবছরই বাজেট ঘোষণার পর কিছু কিছু পণ্যের দাম বাড়ে, আবার কোনো কোনো পণ্যের দাম কমে। এবারের বাজেটে সরকারের নেয়া সিদ্ধান্তে বেশ কিছু পণ্যের ওপর প্রভাব পড়তে পারে।


নতুন অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে।  জিডিপির আকার ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা করা হচ্ছে।  ঘাটতি থাকছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

 
নতুন অর্থবছরের মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি।  মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৬ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার।  বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এতে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।